muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :

আগে থেকেই অনুমিত ছিল, অন্তত দুটি পরিবর্তন হতে পারে বাংলাদেশ দলে। ইমরুল কায়েসকে যে দল থেকে বাদ দেয়া হবে সেটা ছিল একপ্রকার নিশ্চিতই। আর একটি পরিবর্তনের সম্ভাবনা ছিল। একজন স্পিনার কমিয়ে আনা হতে পারে পেসার তাসকিন আহমেদকে।

ধারণার পুরোটাই বাস্তবায়ন করল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ইমরুল কায়েসের পরিবর্তে মাঠে নামানো হলো তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতকে। এছাড়া মিরাজের জায়গায় নেয়া হলো তাসকিনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

মাশরাফি নিজে তো আছেনই। সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ। স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে রয়েছেন সাকিব আল হাসান। সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন। চাইলে সাব্বির রহমানকে ব্যবহার করতে পারবেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯জুন২০১৭ইং/নোমান

Tags: