ডেস্ক রিপোর্ট :
পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাকলে মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছেন। তাকে এখনও অক্সিজেন দিতে হচ্ছে। তবে সেটি খুব সামান্য। বেশিরভাগ সময় তিনি নিজে শ্বাস নিতে পারছেন।
শুক্রবার দুপুরের দিকে হাসপাতালের সিনিয়র ম্যানেজার মোতাহার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, উনার শরীরে অনেক হাই-পাওয়ারের ওষুধ চলছে। এজন্য তিনি বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকছেন। আল্লামা শফীর সুস্থ হতে আরও কয়েক দিন লেগে যাবে বলেও জানান তিনি।
এদিকে সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার রাতে আল্লামা শফীর মৃত্যুর গুজবে ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। একইসঙ্গে গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে বিশেষজ্ঞ প্রফেসর ডা. জাবরুল এসএম হকের নেতৃত্বে আট সদস্যের মেডিকেল টিম গঠন করে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার আর কোনো রোগ নেই বলে জানিয়েছে এই মেডিকেল টিম।
শারীরিক অবস্থার অবনতি ঘটায় চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে গত ৬ জুন আল্লামা শফীকে ঢাকায় আনা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯–জুন–২০১৭ইং/নোমান
Tags: