মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের ভৈরবে জমি সংক্রান্ত বিবাদের জেরে সালিশ দরবারে একপক্ষের হয়ে কথা বলায় প্রতিপক্ষের লোকজনের হামলায় দৈনিক আমাদের কন্ঠের উপজেলা প্রতিনিধি আশরাফুল আলম আহত হয়েছেন।এ সময় ওই সাংবাদিকের বড় ভাই মজিবুর রহমানও হামলার স্বীকার হন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জুন শুক্রবার রাতে বিএনপি নেতা বরজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূএ জানায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের মৃত আব্দুল কাদিরের সন্তানদের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।এ বিরোধের জেরে ৮ জুন বৃহস্পতিবার শালিস দরবারে আব্দুল কাদিরের বড় ছেলে আব্দুর সাত্তারের পক্ষে আসা দরবারী এলাকার বিএনপি নেতা বরজু মিয়া (৪৮) অন্যায়ভাবে অপর ভাইদের ওপর রায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।এসময় দৈনিক আমাদের কন্ঠের উপজেলা প্রতিনিধি আশরাফুল আলমের বড় ভাই মজিবুর রহমান প্রতিবাদ করলে বরজু মিয়া ও তার লোকজন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়।এ সময় আশরাফুল তার ভাইকে বাঁচাতে গেলে তিনিও হামলার শিকার হন।পরে ঘটনাস্হল থেকে সাংবাদিক ও তার বড় ভাইকে গুরুতর আহত অবস্হায় স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিত্সার পর উন্নত চিকিত্সার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান,এ ঘটনায় আহতদের বাবা থানায় মামলা রুজু করার পর অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামী বরজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।অন্য আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-০৬-২০১৭ইং/ অর্থ