muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জঙ্গিবাদ রোধে মাদরাসা ছাত্রদের এগিয়ে আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

জঙ্গিবাদ বিস্তার রোধে মাদরাসা ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘আওয়ার ইসলাম’ টোয়েন্টিফোর ডটকম এর বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমদিকে কওমী মাদরাসার ছাত্রদের সামনে এনে জঙ্গি তৎপরতা করা হয়েছে। এরপর ভার্সিটির ছাত্রদের, স্কুল-কলেজের ছাত্রদের এবং ইংলিশ মিডিয়ামের ছাত্রদের নিয়ে জঙ্গি তৎপরতা করা হয়। তখন আমি বলেছিলাম, কওমী মাদরাসার ছাত্ররা এসব কাজ করতে পারে না। কারণ তারা ইসলাম পড়ে।

তিনি বলেন, শুধু দেশকে নয় মুসলমানদের ওপর কালো দাগ দেওয়ার জঙ্গিবাদ বিস্তারের চেষ্টা করা হচ্ছে।

তিনি আলেমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের  (আলেমরা) কাজ আপনাদের করতে হবে। আপনাদের বসে থাকলে চলবে না। ইসলামের প্রচার করতে হবে। ইসলাম কি বলে তার প্রচার করতে হবে।

আওয়ার ইসলাম’ টোয়েন্টিফোর ডটকমকে স্বাগতম জানিয়ে তিনি বলেন, দেরিতে হলেও আপনারা শুরু করেছেন। তাই আপনারা (আলেম) কি চিন্তা করছেন তা প্রকাশ করুন। আমাদের কথা প্রকাশ করুন।

জাতীয় সংগীত মাদরাসার শিশুরা ধারণ করতে পারলে, তারা আরো বড় আলেম হতে পারতো বলে মন্তব্য করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর সভাপতিত্বে অনলাইন পোর্টালের সম্পাদক হুমায়ুন আইয়ুব, রকমারি ডটকমের পরিচালক হাসানুল হক, এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর আবুল হাসান মুহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০জুন২০১৭ইং/নোমান

Tags: