muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ সদরে জলাবদ্ধতার স্বীকার শতাধিক পরিবার

মোঃ আশরাফ উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।  

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ব্যাপক জনবহুল ও ঐতিহ্যবাহী সাদুল্লাচর গ্রামের রাস্তার বেহাল অবস্থা।
সাদুল্লাচর বাজার হতে ১ কি.মি. পূর্ব সুন্দিরবন গ্রাম আর সাদুল্লাচর বাজারে যোগাযোগ এর সংযুক্ত রাস্তাটিতে বড় বড় গর্ত এবং অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ঐ সংযুক্ত রাস্তার পাশে আর একটি রাস্তায় জলাবদ্ধতার কারনে পানি বন্দী হয়ে আছে প্রায় ১০০ পরিবার। গ্রামের মানুষ ময়লা পানি দিয়ে যাতায়াত করছে, ফলে এলেকার অনেক মানুষের বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এই রাস্তা গুলো দেখার মত যেন কেউ নেই।
এই বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, পরবর্তী বাজেট না আসলে কোন রকম ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কিন্ত পরবর্তী বাজেট আসলেও এই জলাবদ্ধতা সমাধান করা জন্য আজও কোন উদ্যোগ গ্রহন করে হচ্ছে না এবং রাস্তা সংস্কারের কোন ব্যবস্তা নেওয়া হচ্ছে না।
এলাকাবাসীর দাবী রাস্তা সংস্কার ও জলাবদ্ধতার জন্য ড্রেইন নির্মান করা অতি জরুরী হয়ে পরেছে এবং সরকারি উদ্যেগে সমস্যাটি সমাধান করার দাবি জানান।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: