মন্তোষ চক্রবর্তী, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।।
হাওর বেষ্টিত কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) এর ৫০ লক্ষ ২১ হাজার ৮৯৯ টাকার চেক বিতরণ করা হয়েছে।
জানা যায়, বুধববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৬-২০১৭ অর্থ বছরের বিভিন্ন প্রকল্পের সোলার সরবরাহ করার এই চেক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তাহের সাঈদ, প্রকৌশলী মাহবুব মোর্শেদ, দেওঘর ইউপির চেয়ারম্যান মোঃ ইব্রাহীম মিয়া, বাঙাল পাড়া ইউপির চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া ও কলমা ইউপির চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস উপস্থিতিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) মোঃ জাকির হোসেন এই চেক প্রদান করে।
এসব প্রকল্পে রহিমা আফরোজের এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা ও ইউনিট ম্যানেজার আঃ রহমান এই চেক গ্রহণ করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৬-২০১৭ইং/ অর্থ