মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জ জেলা সদরে ঈদ বাজারকে সামনে রেখে ক্রেতা প্রতারণার দায়ে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।১৪ জুন বুধবার বিকালে তেরিপট্টি খাদি আড়ং ও উজ্জ্বল সুজে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে খাদি আড়ং সুজকে ১৫০০০ ও একই সাথে উজ্জ্বল সুজকে ৮০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় গণমাধ্যমকর্মীসহ আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যরা উপস্থিতt ছিলেন।
জানা যায়, এভাবে অতিরিক্ত লাভ করে আসায় শহরের খাদি আড়ং এ ১৮৬২ টাকার পাঞ্জাবি ২৮৬৫ ও উজ্জ্বল সুজে ৫৩০ টাকার জুতা ১৩৯০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪-০৬-২০১৭ইং/ অর্থ
Tags: