muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

২৬৫ রানের লক্ষ্যে রোহিত-কোহলির ব্যাটে এগোচ্ছে ভারত

স্পোর্টস রিপোর্ট: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৭ উইকেটে ২৬৪ রান করেছে বাংলাদেশ। ফাইনালের টিকেট পেতে ভারতকে করতে হবে ২৬৫ রান। সে লক্ষ্যে ব্যাটিং করছে ভারত।

স্কোর:  ভারত ১২৮/১ (২১ ওভার)। ব্যাটিং: রোহিত শর্মা ৬৭, বিরাট কোহলি ১৫।
আউট: শেখর ধাওয়ান ৪৬।
বাংলাদেশ ২৬৪/৭ (৫০ ওভার)।

ভারতের শতক: ১৬.২ ওভারে দলীয় শতকের দেখা পেয়েছে ভারত। ২৬৫ রানের লক্ষ্যের পথে দারুণ এগুচ্ছে টিম ইন্ডিয়া।

রোহিতের ফিফটি: সাকিবের করা ১৬তম ওভারের প্রথম দুই বলে দুই বাউন্ডারি রোহিত শর্মার। তৃতীয় বল লং অনে পাঠিয়ে এক রান নিয়ে ৪৯ থেকে ৫০ এ পৌঁছালেন রোহিত। চ্যাম্পিয়নস ট্রফিতে এটি রোহিত তৃতীয় ফিফটি। ডানহাতি এ ওপেনার ৫৭ বলে ফিফটি তুলে নিয়েছেন।

মাশরাফি এনে দিলেন সাফল্য: ব্যাট হাতে চড়াও হয়ে খেলা শেখর ধাওয়ানকে ফেরালেন মাশরাফি বিন মুর্তজা। ডানহাতি এ পেসারের স্লোয়ারে চড়াও হয়ে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন ধাওয়ান। ৪৬ রানে সাজঘরে ফিরে বাঁহাতি ওপেনার।  

দূর্দান্ত শুরু ভারতের: ১০ ওভার শেষে বিনা উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৬৩ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার দারুণ ব্যাটিং করছেন। কোনো প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারেনি বাংলাদেশি বোলাররা। প্রায় প্রতি ওভারেই বাউন্ডারির দেখা পাচ্ছেন ব্যাটসম্যানরা। ৬.৩০ গড়ে রান তুলছেন ব্যাটসম্যানরা। 

ভারতের পঞ্চাশ: সপ্তম ওভারের পঞ্চম বলে পুল করে স্কয়ার লেগ দিয়ে বল বাউন্ডারিতে পাঠালেন শেখর ধাওয়ান। ৪৬ থেকে ভারতের রান পৌঁছে গেল ৫০ এ। লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে টিম ইন্ডিয়া।

লড়াকু পুঁজি পেল বাংলাদেশ:  বড় লক্ষ্যের পথে দারুণ ব্যাটিং করছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্য পূরণ হয়নি টাইগারদের। শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন তামিম ইকবাল। মুশফিকুর রহিম করেছেন ৬১ রান। শেষ দিকে মাশরাফি বিন মুর্তজার ৩০ রানে বাংলাদেশ ২৬৪ রানের পুঁজি পায়। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব।

শেষে মাশরাফির একার লড়াই: শেষ দিকে মাশরাফি বিন মর্তুজা ভারতীয় বোলিং আক্রমণের বিপক্ষে একাই লড়াই করেন। তার ৩০ রানের সুবাদে বাংলাদেশ লড়াকু পুঁজি পায়। ২৫ বলে ৫ বাউন্ডারিতে ৩০ রান করেন টাইগার দলপতি।

বুমরাহর জোড়া আঘাত:  এগিয়ে এসে মারতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু জসপ্রিত বুমরাহর ইয়র্কার বল মিস করলেন ডানহাতি এ ব্যাটসম্যান। ২১ রানে সাজঘরে ফিরেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বুমরাহর বলে আউট মোসাদ্দেক: ২ রানের ব্যবধানে সাকিব ও মুশফিককে হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ৩৯ রানের জুটি গড়েন মোসাদ্দেক ও মাহমুদউল্লাহ। এ জুটি ভাঙলেন জসপ্রিত বুমরাহ। ডানহাতি এ পেসারের বাড়তি গতির বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন ১৫ রান করা মোসাদ্দেক। নিজের বোলিংয়ে নিজেই ক্যাচ ধরেন মোসাদ্দেক।

বিপদে বাংলাদেশ: ৪০ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ২০৭ রান। ৫.১৭ গড়ে রান তুলছে টাইগাররা। তবে শেষ দশ ওভারে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।

বাংলাদেশের ‍দুইশ: ৩৯.৪ ওভারে দলীয় দুইশ রানের স্বাদ পেল বাংলাদেশ।

হতাশা বাড়ালেন মুশফিক: কেদার যাদবের হাওয়ায় ভাসানো বল এগিয়ে এসে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন মুশফিকুর রহিম। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বল তালুবন্দি করে দলকে পঞ্চম উইকেটের স্বাদ দিতে একটুও ভুল করেননি। ৬১ রানে মুশফিক ক্যাচ দেন বিরাটের হাতে। পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে বেশ চাপে বাংলাদেশ।  

হতাশ করলেন সাকিব: বড় প্রত্যাশা ছিল সাকিব আল হাসানের ওপর। কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৪ রান করা সাকিব আজ ফিরলেন মাত্র ১৫ রানে। রবীন্দ্রর জাদেজার বল কাট করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

লড়ছে বাংলাদেশ: ৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৬১। ৫.৩৬ গড়ে রান তুলছে টাইগাররা। ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বড় পুঁজি পাবে বাংলাদেশ।

ভুল শটে আউট তামিম: পার্টটাইম স্পিনার কেদার যাদবের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হলেন তামিম। ৭০ রানের অসাধারণ ইনিংসটি শেষ হল ভুল এক শটে। ৮২ বলে  ৭ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান দেশসেরা ওপেনার।  

মুশফিকের ফিফটি: ৬১ বলে ফিফটি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্যারিয়ারে এটি মুশফিকের ২৬তম ফিফটি।

তামিম-মুশফিক জুটির একশ: ভারতীয় বোলারদের কড়া শাসন করছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ২২ গজের ক্রিজে ব্যাট হাতে দ্যূতি ছড়িয়ে রানের চাকা সচল রেখেছেন এ দুই ব্যাটসম্যান। এরই মধ্যে শতরানের জুটি গড়েছেন  তারা।

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: ২০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৫। শুরুতে ২ উইকেট হারিয়ে চাপে ছিল টাইগাররা। তামিম ও মুশফিকের ব্যাটে  ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ৫.২৫ গড়ে রান তুলছে বাংলাদেশ।

তামিমের ফিফটি: রবীন্দ্রর জাদেজার বলে রিভার্স সুইপ করলেন তামিম ইকবাল। থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল চলে গেল বাউন্ডারিতে। এ চার দিয়ে ক্যারিয়ারের ৩৮তম ফিফটির দেখা পেলেন দেশসেরা ওপেনার। ৬২ বলে ৪ চার ও ১ ছক্কায় মাইলফলকে পৌঁছান তামিম।

শতরান পেরিয়ে বাংলাদেশ: রবীন্দ্রর জাদেজার বলে এক রান নিয়ে দলকে শতরানের স্বাদ দিলেন মুশফিকুর রহিম। ১৮.৫ ওভারে তিন অঙ্কের ঘরে পৌঁছায় বাংলাদেশ।

তামিম-মুশফিক জুটির পঞ্চাশ: অর্ধশত রানের জুটি গড়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ১৭তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে জুটির পঞ্চাশ রান পূর্ণ করেন তামিম ইকবাল। দলীয় ৩১ রানে সাব্বির রহমান আউট হওয়ার পর জুটি বাঁধেন তামিম-মুশফিক।

আউট হয়েও বেঁচে গেলেন তামিম! হার্দিক পান্ডিয়ার শর্ট বল পুল করতে গিয়ে প্লেড অন তামিম ইকবাল! কিন্তু আম্পায়ার কুমার ধর্মাসেনা নো বল কল করলেন। নো বলের কল্যাণে বেঁচে গেলেন ১৭ রানে থাকা তামিম!  ফ্রি হিটে বাউন্ডারি তুলে নেন দেশসেরা ওপেনার।

বাংলাদেশের অর্ধশত: ১৩তম ওভারের দ্বিতীয় বলে দলীয় অর্ধশত রানের দেখা পেয়েছে বাংলাদেশ।

চাপে বাংলাদেশ: ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৪৬ । ৪.৬০ গড়ে রান তুলছে বাংলাদেশ। রান রেট ঠিক থাকলেও শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে টাইগাররা। সৌম্য সরকার ও সাব্বির রহমান বাজে শট খেলে আউট হয়েছেন ভুবনেশ্বর কুমারের বলে।  

সৌম্যর পথ ধরলেন সাব্বিরও: বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত করলেন ভুবনেশ্বর কুমার। ডানহাতি এ পেসারের এবারের শিকার সাব্বির রহমান। অফস্ট্যাম্পের বাইরের স্লোয়ার বল চড়াও হয়ে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন ১৯ রান করা সাব্বির রহমান। শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।

উইকেট উপহার দিলেন সৌম্য: ভুবনেশ্বর কুমারের অফ স্টাম্পের লেংথ বল ড্রাইভ করতে গিয়ে নিজের উইকেট হারালেন সৌম্য সরকার। ব্যাটের কানায় লেগে বল আঘাত করে স্টাম্পে। ব্যাট ও পায়ের সঙ্গে ছিল না কোনো সম্পর্ক! নিজের উইকেট শুরুতেই প্রতিপক্ষকে উপহার দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

খেলা শুরু হতে বিলম্ব: বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গুড়িগুড়ি বৃষ্টির কারণে ম্যাচ দশ মিনিট পিছিয়ে দেয়া হয়েছে। টসের পর ম্যাচ কভার দিয়ে ঢেকে দেয়া হয়েছিল। তবে এ মুহুর্তে মাঠের থেকে কভার তুলে নেয়া হয়েছে।

পরিবর্তন: বাংলাদেশ ও ভারতের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। শেষ ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে দুই দল।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ভারত দল: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, রবীন্দ্রর জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ।

ফিল্ডিং নিতেন মাশরাফিও: টস জিতে ভারতের অধিনায়ক বিরাট বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন।  

ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় ম্যাচ ! আইসিসি ফ্ল্যাগশিপ ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ। কেউ বলছেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। কেউ বলছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ। তবে মাশরাফি জানালেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি সবথেকে বড় ম্যাচ। গতকাল মাশরাফিও বলেছিলেন,‘২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ছিল সবথেকে বড় ম্যাচ। এবারের চ্যাম্পিয়নস ট্রফি তার থেকেও বড়।’

ফিরে আসুক ২০০৭: বিশ্বকাপ-২০০৭ এর গ্রুপ পর্ব থেকে ভারতকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। হাবিবুল বাশারের দল হারিয়ে দিয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারতকে। সে ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। আজ আবারও মাশরাফির নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশ। ২০০৭ আজ ফিরে আসুক এজবাস্টনে। সাকিব, তামিম, মুশফিকরা সেদিন জ্বলে উঠেছিলেন। আজ আবারও জ্বলে ওঠার অপেক্ষায় তারা।

এক্স-ফ্যাক্টর হয়ে উঠবেন মুস্তাফিজ: ভারতের বিপক্ষে সবশেষ তিন মুখোমুখিতে দুটিতেই জিতেছে বাংলাদেশ। জয়ের রূপকার ছিলেন মুস্তাফিজুর রহমান। নিজের অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়ে বাংলাদেশকে দিয়েছিলেন সিরিজ জয়ের স্বাদ। আজ বাংলাদেশের এক্স-ফ্যাক্টর হয়ে উঠবেন মুস্তাফিজুর রহমান।

মুখোমুখি লড়াই : দুই দল এ পর্যন্ত ওয়ানডেতে ৩২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। বিপরীতে ভারত জিতেছে ২৬টি ম্যাচে। তবে শেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ।

মাশরাফিদের কালো ব্যাজ: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের স্মরণে আজ কালো ব্যাজ পরে খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় দল। পাহাড় ধসে মৃত্যুতে গতকাল শোক প্রকাশ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Tags: