muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কটিয়াদীতে দুই ট্রেন মুখোমুখি, রক্ষা পেল ৬ শতাধিক যাত্রী

কিশোরগঞ্জের কটিয়াদীতে একই লাইনে সিগনাল দেওয়ায় একটি যাত্রীবাহী লোকাল ট্রেন বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের মুখোমুখি অবস্হায় পড়ে। ১৭ জুন শনিবার সঞ্চ্যায় উপজেলার গচিহাটা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এতে উভয় ট্রেনের চালক ট্রেন দুটি কঠোর ভাবে নিয়ন্ত্রণে আনলে অন্তত ৬ শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পায়।

স্হানীয় সূএ জানায়, শনিবার সন্ধ্যা ৬.২০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইশাঁখা ৪০নং ডাউন ট্রেনটি গচিহাটা ব্রীজের উপর দিয়ে গ্রীন সিগনাল দেখে ষ্টেশনে প্রবেশ করে। অন্যদিকে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রেনটিও সিগনাল পেয়ে ষ্টেশনে প্রবেশ করে। পরে যাত্রীদের আত্নচিৎকার শুনে ট্রেন দুটির চালক দ্রুত ব্রেক ধরে মুখোমুখি অবস্হাতে পতিত হয়। এসময় অনেকে লাফিয়ে পড়ে আহতও হয়। পরে ট্রেন দুটি নিয়ন্ত্রণে আসলে উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে গচিহাটা ষ্টেশন কাউন্টারের কাছে এগিয়ে গেলে। উত্তেজিত জনতাকে দেখে ষ্টেশন মাষ্টার আমিনুল ইসলাম ও পয়েসম্যান আব্দুল হাই পালিয়ে যায়।

এ ব্যাপারে গচিহাটা ষ্টেশন মাষ্টার আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে থাকে পাওয়া যায় নি।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, উত্তেজিত জনতাকে পুলিশ গিয়ে শান্ত করে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: