ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রোববার বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।
অপরদিকে, সদর উপজেলায় আরেক একজন নিহত হয়েছে বলে থবর পাওয়া গেছে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রাম প্রসাদ ভক্ত জানান, বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় পদ্মা নদীর তীরে বাদাম খেতে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন।
নিহতরা হলেন- একই পরিবারভুক্ত বাবা শেখ আরজান (৪৫), মা আনোয়ারা বেগম (৩৫) ও মেয়ে বিথী আক্তার (১৫)। এদের বাড়ি পাশের আকটের চর ইউনিয়নের কুপারাম গ্রামে। নিহত অপরজন হলেন চরভদ্রাসনের মাথাভাঙ্গা এলাকার জমির মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৪০)।
অপরদিকে, সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর গ্রামে গৃহবধূ নার্গিস আক্তার বজ্রপাতে মারা গেছে।