শাহরিয়ার রহমান পাভেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।
আজ ১৮ই জুন ২০১৭ইং রোজ রবিবার কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে অবস্থিত ময়নামতি রেস্তোরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নোংরা কাপড়-চোপড় পরিধান করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের আওতাধীন ১৫০০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন, হোটেল রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও নোংরা কাপড়-চোপড় পরিধান করায় জরিমানা আদায় করা হয়েছে। খাদ্য পণ্যের উপর পরিচালিত অভিযান অব্যাহত থাকবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-০৬-২০১৭ইং/ অর্থ