মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতের সময় হাওরে মাছ ধরতে গিয়ে আবুল হাশেম (১৮) নামের এক যুবক পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন।
১৮ জুন রবিবার দুপুরে উপজেলার গোপদীঘি ইউনিয়নের কাশাপুর ও পার্শ্ববর্তী ইটনা উপজেলার বড় হাতকবিলা গ্রামের মধ্যবর্তী গোখরা বিলের হাওরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আবুল হাশেম উপজেলার গোপদীঘি ইউনিয়নের সাধুহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্হানীয় ও ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল হাশেমের ছোট ভাই রবিউল আওয়াল জানায়,রবিবার বেলা আড়াইটার দিকে দুই ভাই মিলে নৌকাতে করে হাওরে মাছ ধরার চাঁই তুলতে যায়।এসময় হাওরে প্রবল ঝড় উঠে।এক পর্যায়ে বজ্রপাতের সময় আবুল হাশেম হঠাত্ হাওরে পানিতে পড়ে তলিয়ে যায়।অনেক খোঁজাখুঁজি করেও ছোট ভাই রবিউল আওয়াল কোন সন্ধান না পেয়ে এলাকাবাসী ও আত্নীয়স্বজনদের খবর দেন।পরে এলাকাবাসী মিলে ঘটনাস্হলে সন্ধ্যার আগ মূর্হুত পর্যন্ত খুঁজাখুঁজি করেও নিখোঁজের কোন খোঁজ পাননি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-০৬-২০১৭ইং/ অর্থ
Tags: