muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ফিটনেসবিহীন গাড়ী ও লাইসেন্সহীন চালকে জরিমানা

আকিব হোসেন খান হৃদয়, স্টাফ রিপোর্টার ।।

আসন্ন পবিত্র ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে আজ কিশোরগঞ্জে ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অননুমোদিত ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক এক সাড়াশি অভিযান পরিচালিত হয়।
কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে কাটাবাড়িয়া নামক স্থানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজির হোসেন, মো: নাজমুল হক সুমন ও মো: আরিফুজ্জান। লাইসেন্সবিহীন চালক ও অনুমোদিত মোটরযান আটক করে আইনের আওতায় আনা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন সংশ্লিষ্ট চালক/মালিককে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৩৭, ১৩৮, ১৫২, ১৫৪ ও ১৫৫ ধারায় মোট ৬৫০০ টাকা জরিমানা করেন। কিশোরগঞ্জ বিআরটিএ কার্যালয়ের পরিদর্শক ও পুলিশ সদস্যগন এ অভিযানে সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন “মুক্তিযোদ্ধার কন্ঠ”কে বলেন, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অননুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের এ অভিযান অভিযান অব্যাহত থাকবে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২০জুন২০১৭ইং/নোমান

Tags: