muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জামায়াতকে রাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর

dr. jaforullah
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ জামায়াতকে পূর্বের ভুলের জন্য রাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন,

জামায়াতের পূর্বপুরুষরা ভুল করলে তার খেসারত তো বর্তমান নেতা-কর্মীরা দিতে পারে না। তাই নতুনভাবে চিন্তা করে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এসময় দিগন্তসহ সকল বন্ধ মিডিয়া খুলে দেয়ার আহ্বান জানান তিনি। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে দিগন্ত টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তিতে সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চ্যানেল কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকার গণতন্ত্র ধ্বংস করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমকে বাধা দিচ্ছে। তাই তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারছে না। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সভাপতি বলেন, দেশের সকল স্তরের মানুষকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। গণবিস্ফোণের মাধ্যমে তাদের পতন ঘটিয়ে দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, বর্তমান যে সরকার রয়েছে তারা দিগন্ত টেলিভিশন বা দৈনিক আমার দেশ খুলে দেবে- এটা ভাবা উচিত নয়। এই সরকারের বিরুদ্ধে শুধু সভা-সেমিনার করলে চলবে না, যেমন কুকুর তেমন মুগুর লাগবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, বিএনপি-আওয়ামী লীগ যে দলের কথাই বলেন তারা যে যখন ক্ষমতায় আসে কেউই সঠিকভাবে গণতন্ত্রের দায়িত্ব পালন করে না। সাংবাদিক, আইনজীবী সব কিছুকেই তারা দুইভাগে বিভক্ত করে দিয়েছে। তিনি বলেন, যে দেশে সাংবাদিকরা দুই দলে বিভক্ত সে দেশে তারা গণমাধ্যমের স্বাধীনতা চাইতে পারে না। তাই নিজেদের মধ্যে গণতন্ত্রের আইডিয়া প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে সংগ্রামের কথা বলে লাভ হবে না। আইডিয়া দিতে হবে, কারণ আইডিয়া ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। বর্তমান সময়ে আইডিয়ার অভাবে দেশে গণতন্ত্র নেই। সে কারণে আইনের শাসনও নেই। কলামনিস্ট ফরহাদ মজহার বলেন, ব্রিটিশরা ২০০ বছর ক্ষমতায় থেকে দেশকে যতটা না পিছিয়ে দিয়েছিল শেখ হাসিনা এবং তার দল তার চেয়ে বেশি পিছিয়ে দিয়েছে। তাদের ক্ষমা নাই। তিনি বলেন, আমাদের হতাশ হওয়ার কারণ নেই। এ রকম অন্ধকারে অনেক জাতিই পড়েছে আবার শেষ পর্যন্ত তাদেরই বিজয় হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেন, সাধারণ মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, দেশে সুষ্ঠু গণতন্ত্র দাঁড় করাতে হলে নির্বাচনের বিকল্প কিছু হতে পারে না। আবার নির্বাচন এমনভাবে হতে হবে যাতে করে সাধারণ জনগণই এই নির্বাচন পরিচালনা করতে পারে। দিগন্ত টেলিভিশনের নির্বাহী পরিচালক মাহফুজ আলমের সভাপতিত্বে সংহতি সম্মিলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে. (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, ঢাকা বিশ্ববিদ্যালেয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, বিএফইউজের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।

Tags: