মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের ভৈরবে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১১ নারী পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।২০ জুন মঙ্গলবার সকালে ইন্সপেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভৈরব বাজার নদীরপাড় এলাকার একটি হোটেলে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।এ সময় অভিযুক্ত হোটেলটিকেও সীলগালা করে দেয়া হয়।
ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে জেলা ডিবি পুলিশের একটি দল ভৈরব বাজার নদীরপাড় এলাকার হোটেল শৈবালে অভিযান চালায়।এসময় ঊর্মি,নার্গিস,দুলা, রোজি নামের ৪ মক্ষিরাণী ও খোকন,হৃদয়, আনোয়ার,ইউনুস নামের ৪ খদ্দেরসহ হোটেলটির ম্যানেজার মফিজ এবং দুই কর্মচারী রতন ও জালালকে আটক করা হয়।
পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৪ মক্ষিরাণী ও ৪ খদ্দেরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং হোটেলটির ম্যানেজার মফিজকে ৬ মাস কারাদন্ড প্রদান করে।এছাড়াও হোটেলটির দুই কর্মচারী রতন ও জালালকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৬-২০১৭ইং/ অর্থ