শাহরিয়ার রহমান পাভেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।
আজ বুধবার সকাল ১০টায় রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল এর সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র রমজান মাসে যাতে ব্যবসায়ীরা নিরাপদ খাদ্য বিক্রি করেন, বিশেষ করে রাস্তায় খোলা অবস্থায় যাতে পঁচাবাসি খাবার বিক্রি না হয়, ফল-মূলে রাসায়নিক দ্রব্য ব্যবহার যাতে না করতে পারে- সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রয়োজনে এসব ঠেকাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১-০৬-২০১৭ইং/ অর্থ