আকিব হোসেন খান হৃদয়, স্টাফ রিপোর্টার ।।
এশিয়ার বৃহত্তম ঈদের জামাত এর জন্য প্রস্তুত কিশোরগঞ্জ এর শোলাকিয়া ঈদগাহ ময়দান। এ বছর ১৯০ তম ঈদুল ফিতরের জামাত অনুষ্টিত হতে যাচ্ছে।
এ লক্ষ্যে আজ মাঠ পরিদর্শন ও প্রেস ব্রিফিং এ কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাব আজিমুদ্দিন বিশ্বাস এর নেতৃত্বে উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, কিশোরগঞ্জ পৌর মেয়র জনাব মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মাসউদ, এন ডি সি মোঃ আবুল হাশেম, বিজিবির লেন্স নায়েক মহসিন, সুবেদার মাহমুদ সহ ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এলাকাবাসী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস বলেন, মুসল্লিদের নিরপত্তার স্বার্থে কিশোরগঞ্জ শহরের মেস এবং ভাড়াটিয়াদের তথ্যাদি ভালভাবে যাচাই পূর্বক আর যাতে নতুন কোন আগুন্তুককে বাসা এবং মেস ভাড়া দেওয়া না হয় সে ব্যপারে সজাগ থাকার জন্য বাড়ির মালিকদের অনুরোধ জানান।
উল্লেখ্য, প্রতিবারের ন্যায় এবারো ভৈরব থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ভৈরব যাত্রীদের সুবিধার্থে ঈদুল ফিতরের বিশেষ ট্রেন চালু থাকবে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৬-২০১৭ইং/ অর্থ