পাপন সরকার শুভ্র, রাজশাহী :
রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পলিটেকনিকের অধ্যক্ষ ও তার ভাইদের বিরুদ্ধে অর্থদন্ড ও অনাদায়ে জেল প্রদান করেছেন আদালত। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ পলিটেকনিকের অধ্যক্ষ সৈয়দ আহম্মদ জাকী ওরফে স্বজন তার ভাই সৈয়দ সাদাকাতাতুল বারী মামুন তাদের খালাতো ভাই কামরুজ্জামান সুইট ও আব্দুল আজিজ সম্রাট।
আদালত সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত এক বিরোধের জের ধরে অন্যের সম্পত্তি দখল করে আবাসস্থল ও পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি হাইকোর্টে চলমান। কিন্তু অবস্থায় মামলার বাদিকে মারধর করেন। এ নিয়ে বোয়ালিয়া থানায় তাদের বিরুদ্ধে আরেকটি মামলা হয়।
মামলার রায়ে বিচারক ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড করেন।বাদির আইনজীবী নাসিরা বানু রিতা জানান, আসামিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এ জন্য তিনি বাংলাদেশ শিক্ষা বোর্ড ও কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১–জুন–২০১৭ইং/নোমান