মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে গরীব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ কর্মসূচীর চাউল বিতরণ করা শুরু হয়েছে। গতকাল ২২ জুন বৃহস্পতি বার দুপুরে পৌরসভা কার্যালয়ে দুস্থ্যদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন,কুলিয়ারচর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান।
এ সময় উপস্থিত ছিলেন,টেক অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন লিটন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, পৌর কাউন্সিলর মোঃ অলি উল্লাহ,আজহার উদ্দিন লিটন ,গোলাম কিবরিয়া,মোঃ মন্টু মিয়া,মোঃ শহিদুল ইসলাম,রহিমা খাতুন,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ,পৌর সচীব কারার মোঃ দিদারুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ ।ভিজিএফ এর আওতায় এ উপজেলায় ৭ হাজার ৩৫ জন দুস্থ্য নারী পুরুষদের মাঝে ৭০ হাজার ৩ শত ৫০ কেজি চাউল বিতরণ করা হবে। এর মধ্যে পৌরসভায় ৩ হাজার ৮১ জন,গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নে ৯ শত জন ,রামদী ইউনিয়নে ৭ শত ৭০ জন, উছমানপুর ইউনিয়নে ৩ শত ৯০ জন,ছয়সূতী ইউনিয়নে ৮ শত ১৬ জন,সালুয়া ইউনিয়নে ৭ শত ৩০ জন ও ফরিদপুর ইউনিয়নে ৩ শত ৪৮ জন দুস্থ্য খাদ্য শস্য চাউল পাবে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৬-২০১৭ইং/ অর্থ