কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন সম্প্রতি উন্মুক্ত দরপত্রে বিক্রি করে দেওয়া হয়। বিক্রির আগেই ভবনের টিনগুলো কৌশলে খুলে একটি কক্ষে রেখে দেন প্রধান শিক্ষক। গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক দুটি ভ্যানে করে টিনগুলো বাড়িতে নিয়ে যাবার সময় এলাকাবাসী আটক করে বিদ্যালয়ে রেখে দেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক নাজনিন জাহান লিলির কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি তো মীমাংসা হয়ে গেছে। কীভাবে মীমাংসা হলো জানতে চাইলে তিনি বলেন, পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের অনুমতি নিয়ে তিনি কর্জ হিসেবে টিনগুলো নিয়ে যেতে চাচ্ছিলেন। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন অসাধু উদ্দেশে এগুলো আটক করে ফায়দা লুটতে চেয়েছিলেন। পরে এলাকাবাসীর মধ্যস্থতায় টিনগুলো বিদ্যালয়েই রাখা হয়। এলাকাবাসী কয়েকজন বলেন, বিদ্যালয়ের টিন যিনি আত্মসাৎ করার চেষ্টা করেন, তার শিক্ষকতা করার নৈতিক কোনো অধিকার নেই। তারা এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা বলেন, এ ঘটনাটি তিনি অবগত নন।