muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মুসল্লীরা আসতে শুরু, নানা দুভোগ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।।  

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসুল্লীরা আসতে শুরু করেছে।
জানা গেছে দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে দলবেধে আসতে শুরু করলেও তাদের পরতে হচ্ছে দুর্ভোগে। মুসুল্লীদের সাথে কথা বলে এ দুর্ভোগের কথা জানা গেছে।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বাশর গ্রামের বাসিন্দা আক্তার হোসেন মন্ডল (১১৬) বলেন, আমি আজ থেকে ৫৫ বছর আগে থেকেই এ মাঠে নামাজ পড়ে আসছি। কিন্ত এবার মাঠে ডুকতে চাইলে পুলিশী বাধার সম্মুখে পড়ি। সকাল থেকে অনুনয় বিনয়ের পর দুপুরে মাঠের মসজিদে অবস্থান নেই।

এত নিরাপত্তা বেষ্টনী আগে কখনও দেখিনি। আমি যখন ষাটের দশকে এ মাঠে আসি সে সময়ে আজকের এ মাঠের এ চিত্র ছিল না। খানা খন্দকে ভরপুর ছিল। ছিল না থাকার মত কোন হোটেল মোটেল। মাটেই তাবু গেরে অবস্থান নিয়ে থাকতাম এবং নিজেরাই রান্না বান্না করতাম।
কিন্ত এখন মাঠ পরিচালনা কমিটি খাওয়াচ্ছেন এবং থাকার ব্যবস্তা করছে পাশের আজিমুদ্দিন স্কুলে। তার এ কথার প্রতি সমর্থন জানালেন বিবাড়িয়ার জনাব আজহার (৭০)।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫-০৬-২০১৭ইং/ অর্থ  

Tags: