তথ্য প্রযুক্তি: দুপুরে কোথাও যাচ্ছেন, কিন্তু গন্তব্যস্থল খুঁজে পাচ্ছেন না। এদিকে গুগল ম্যাপ দেখে যে রাস্তা খুঁজে বের করবেন তার কোনও উপায় নেই। কারণ রোদের চোটে মোবাইল স্ক্রিন দেখা সম্ভব নয়। অগত্যা ছায়াতে গিয়ে কোনও রকমে ফোন দেখা। এরকম আমাদের সঙ্গে প্রায়ই ঘটে থাকে। কিন্তু খুব শিগগিরই রোদে বের হলেও ফোনের স্ক্রিন একদম স্পষ্ট দেখতে পাবেন। সেই চেষ্টাই চালাচ্ছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা মোবাইল সেটের উপর অ্যান্টি-রিফ্লেকশন কোটিং তৈরি করার পরিকল্পনা করছেন বলে, ‘অপটিকা’ নামের একটি জার্নালের রিপোর্ট থেকে জানা গিয়েছে।
মথ-এর চোখে এক ধরনের প্রাকৃতিক ‘ন্যানো-স্ট্রাকচার্ড ফিল্ম’ বা ক্ষুদ্র অংশ থাকে, যাতে ছায়ার ফলে এদের দৃষ্টি কোনও ভাবেই বাধাপ্রাপ্ত হয় না। এই জন্যই
অন্ধকারেও স্পষ্ট দেখতে পায় মথ-রা। এর থেকেই অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা মোবাইল ফোনেও অ্যান্টি-রিফ্লেকশন কোটিং তৈরি করার চেষ্টা করছেন, কারণ রোদে বেরলে
ফোনের স্ক্রিনের মধ্যে যে ছায়া পড়ে, তা প্রতিরোধ করার ক্ষমতা মোবাইল ফোনের নেই।
আমেরিকাতে সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষক শিন সন জানান যে, এই অ্যান্টি-রিফ্লেকশন কোটিং থাকলে, রোদে বের হলেও ফোনের স্ক্রিন যথেষ্ট উজ্জ্বল থাকবে।
এই ফোনে স্ক্র্যাচও পড়বে না। স্বয়ংক্রিয় প্রক্রিয়াতেই স্ক্রিনের মধ্যে জমে থাকা ধুলো এবং আঙুলের ছাপ পরিষ্কার হয়ে যাবে।
এখন বাজারে বহু স্মার্টফোন রয়েছে, যেগুলি রোদে নিয়ে বেরলেই তার স্ক্রিন উজ্জ্বল হয়ে যায়। কিন্তু এর ফলে ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি কমতে থাকে। কিন্তু নতুন
প্রযুক্তির ফলে এই ধরনের কোনও সমস্যা হবে না।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫–জুন–২০১৭ইং/নোমান