muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

গুরুদয়াল মুক্তমঞ্চে বিকেলে হাজরো মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি

মোঃ আশরাফ উদ্দীন, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।  

আজ মুসলিম উম্মাহর আনন্দ আর খুশির একটি দিন ঈদ-উল ফিতর। একটি মাস সিয়াম সাধনার পর এই আনন্দের ঈদের দিনটি এসেছে সমগ্র মুসলিম জাতীর জন্য। সারাদেশে সকাল সকাল ঈদ জামাত শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ার পর সকল শ্রেণীর মানুষ ঈদের আনন্দটাকে আরো আনন্দময় করে তোলার জন্য তাদের পরিবার, বন্ধু-বান্ধব, এমন কি তাদের পছন্দের মানুষকে নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেরাতে যাওয়ার চিন্তা ভাবনা করে।
আর বিনোদন কেন্দ্রের জায়গা গুলো আগে থেকে সিলেক্ট করে রাখে মানুষ। যেমন- কিশোরগঞ্জ শহরের প্রানকেন্দ্র কিশোরগঞ্জ সরকারী গুরুদয়াল কলেজের মুক্তমঞ্চ এলাকা একটি বিনোদনের স্থান।
আজ বিকালে হাজারো মানুষের ঢল নেমেছে মুক্তমঞ্চ এলাকায়। বাবা, মা, ছেলে, মেয়ে সহ পরিবারের সকল সদস্য নিয়ে ঘুড়তে এসেছে গুরুদয়াল মুক্তমঞ্চে। আর যার যার মত সেলফি তুলছে মোবাইল দিয়ে আর কত হাসি খুশি সবাই। যেন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে সবার মনে।
পাশে আছে নয় তালা বিশিষ্ট এক বিশাল ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে লাফিয়ে লাফিয়ে উঠছে মানুষ শহরের সৌন্দর্য দেখার জন্য। 
পরিশেষে বলা চলে কিশরগঞ্জের মানুষের জন্য এটাই একমাত্র বিনোদন কেন্দ্র যা আগে কখনো ছিলো না।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: