আকিব হোসেন খান হৃদয়, স্টাফ রিপোর্টার ।।
গতকাল ২৬/০৫/১৭ সোমবার ছিলো মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উৎজ্জাপন করে থাকে। কিন্তু ঈদের দিনটি ছিলো এক দুঃখের, স্মৃতি কষ্টের কালিমা লেপন করে দিলো চোরেরা।
দূর্ধষ এ চুরির ঘটনা ঘটে কিশোরগঞ্জ সদর উপজেলার উকিলপাড়ায়। রাত তখন খুব বেশি হয়নি সবাই যখন ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছে তখন এর ব্যাতিক্রম হয়নি উকিলপাড়ার সনামধন্য এড.মরহুম গোলাম রাব্বানী বুলবুল এর পরিবারেও, আর সবার মত তারাও দাওয়াত খেতে গিয়েছিল তাদের এক আত্মীয়র বাসায় আর সেই সুযোগে খালি বাসায় ঘটে দুর্ধর্ষ এ চুরির ঘটনা।
চোরেরা বাড়ির দেয়াল টপকে বারান্দার গ্রীল কেটে ঢুকে যায় ঘরে আর বিভিন্ন ঘর তছনছ করে নিয়ে যায় নগদ প্রায় লক্ষাধিক টাকা এবং স্বর্ণালঙ্কার। এঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করে মরহুম এড. গোলাম রাব্বানী বুলবুল এর ছেলে মাহমুদ রাব্বানী ইমন বলেন, এরকম ঘটনা এ যাবতকালে আর কখনো আমাদের পরিবারে বা বাসায় ঘটেনি। এ ব্যাপারে আমি আঈনের সহায়তা চেয়েছি।
ঘটনার সত্যতা যাচাই করে কিশোরগঞ্জ সদর মডেল থানার এস আই এবং মামলার আইও মতিউর মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন, আমি বাসা পরিদর্শন করে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে থানায় ডায়রি করা হয়েছে এবং এর সাথে জরিত সকলকেই খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮-০৬-২০১৭ইং/ অর্থ
Tags: