muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে নজরুল একাডেমির ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ ছিদ্দিক মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

ঈদ মানে খুশি , ঈদ মানে আনন্দ, ঈদ মানে প্রসন্নতা, ঈদ মানে উল্লাস,ঈদ মানে সুখ দুঃখ, আনন্দ এই প্রতিপাদ্য সামনে রেখে কটিয়াদী শাখা নজরুল একাডেমী ঈদ উল-ফিতর উদযাপন ও ঈদ আনন্দ অনুষ্ঠান আয়োজন করেছে।

গতকাল  সোমবার সন্ধা ৭টায় কটিয়াদী শাখা নজরুল একাডেমীর উদ্যোগে ঈদ আনন্দ অনুষ্ঠান কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

কটিয়াদী শাখা নজরুল একাডেমীর সভাপতি এম এ আমিনের সভাপতিত্বে এবং ক্লাবের সাঃ সম্পাদক মোঃ শাহজাহান প্রাণবন্ত পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।উদ্বোধক ছিলেন (অবঃ) জেলা জজ এনামুল হক ভূঞা শাহজাহান। অনুষ্ঠানের প্রারম্ভে আলোচনা সভা শুরু হয়, এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বক্তব্য রাখেন,ডিইউজের সাবেক সাঃ সম্পাদক ও বাংলা বাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি কুদ্দুছ আফ্রাদ,কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ কামরুজ্জামান জামান,কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের কাগজ কটিয়াদী প্রতিনিধি,অত্র সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ,সাহিত্যিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গিত পরিবেশন করেন নজরুল একাডেমীর শিল্পীবৃন্দরা।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭জুন২০১৭ইং/নোমান

Tags: