muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

সুইচ ব্যাংক : এস.এম বিল্লাল

সাহিত্য ও সংস্কৃতি ।। 

সুইচ ব্যাংক : এস.এম বিল্লাল

======================

সুইচ ব্যাংকে যাচ্ছে বেড়ে

বাংলাদেশীর আমানত

আমার সোনার বাংলায় হচ্ছে

ঋনখেলাপীর পর্বত।

অপরাজনীতির পদতলে স্বপ্ন

পড়ছে চাপা

মিথ্যে আশ্বাস মিথ্যে বুলি ই

জনগণ তাই ক্ষ্যাপা।।

মূর্খনেতার ছত্র ছায়ায়

সন্ত্রাসীরা দলে

আমলাতন্ত্রে চলবে দেশ

দূর্নীতি আর ঘুষ – বাণিজ্যের কলে।

শেয়ারবাজারেও দরবেশ থাকে

থাকে সাধু – সন্যাসী

আমার দেশের কর্মক্ষেত্র

দখলে নেয় ভীনদেশী।।

মেধাবী সব যাচ্ছে কোথায়?

হচ্ছে কী সব ভীনদেশী?

এ প্লাসের আধিক্য আজ

মাকাল ফলে খোরপোশ ই।

এমন একটা ভোর যদি হয়!

৭১ এর মত।

শুনতাম যদি রাত পোহালেই!

এই দেশের ব্যাংকগুলি সব সুইচব্যাংকের ই মতো।।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: