muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

চিকিৎসকদের আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে আসতে হবে

ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবু সিদ্দিক ও কার্ডিয়াক সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফতাব উদ্দিনের কাছ থেকে শিক্ষা নিয়ে চিকিৎসকদের আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে আসতে হবে।

সোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে কার্ডিওলজি বিভাগের উদ্যোগে মরহুম অধ্যাপক ডা. মো. আবু সিদ্দিক ও মরহুম অধ্যাপক ডা. মো. আফতাব উদ্দিনের স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা ছিলেন সদালাপী, হাস্যোজ্জ্বল, গুণী চিকিৎসক ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তারা সমগ্র জীবনে যতটুকু সুযোগ পেয়েছেন অক্লান্ত পরিশ্রম করে কাজের মাধ্যমে তার যথাযথ ব্যবহার করে গেছেন। তারা সব মানুষকে সম্মান দিতেন এবং সবার সঙ্গেই তাদের ছিল সখ্য। বর্তমান প্রশাসন সম্প্রীতির পরিবেশ তৈরির ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটোর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বয়োজ্যষ্ঠ শিক্ষক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালেক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।

অন্য বক্তারা বলেন, বহুমাত্রিক গুণের অধিকারী অধ্যাপক ডা. মো. আবু সিদ্দিক চিকিৎসাসেবার পাশাপাশি সাহিত্যচর্চায় ছিলেন সমান পারদর্শী এবং অধ্যাপক ডা. মো. আফতাব উদ্দিন ছিলেন হাসিখুশি মনের মানুষ। এই দুই গুণী চিকিৎসক দেশের কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারির চিকিৎসার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ভালো মানুষ হিসেবেও তারা ছিলেন অতুলনীয়। সহজেই সব মানুষকে আপন করে নেওয়ার এক অসাধারণ গুণাবলী তাদের জীবনকে আলোকিত করে রেখেছে। বক্তারা কর্মজীবনে এই দুই গুণী চিকিৎসক ও শিক্ষকের সুন্দর গুণাবলী অনুসরণ করে জীবনকে আলোকিত করার আহ্বান জানান।

Tags: