মোহাম্মদ হাবিবুজ্জামান রনি, বাজিতপুর (কিশোরগঞ্জ) থেকে ।।
কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রেনের টিকেট কালোবাজারী রোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই সোমবার বিকালে উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার দুইটি রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারী বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ- ০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন। এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি,বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মাষ্টার,সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার নুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা তাদের বক্তব্যে টিকেট কালোবাজারী রোধে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও তারা অনুরোধ জানান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-০৭-২০১৭ইং/ অর্থ