রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক কিশোরগঞ্জ জেলায় ৮টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান মঞ্জুরী প্রদান করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে চারুশিল্প, থিয়েটার ইত্যাদি খাত হতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানকগুলোকে এ অনুদান প্রদান করা হয়।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় এ অর্থ প্রদান করে। সরকার ঢাকা বিভাগে ৮৩টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯,৯৪,০০০ (উনিশ লক্ষ, চুরানব্বই হাজার) টাকা অনুদান হিসেবে মঞ্জুরী প্রদান করে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ প্রতিষ্ঠানকে ১,৮৫,০০০ (এক লাখ পচাশি হাজার) টাকা অনুদান প্রদান করা হয়। একতা নাট্য গোষ্ঠীকে ৩০০০০টাকা, চন্দ্রবতী থিয়েটার ৮১ ও মা কুটিরকে ২৫০০০টাকা, সপ্তসুর শিল্প গোষ্ঠীকে ৩০০০০ টাকা, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদকে ২০০০০ টাকা, কিশোগঞ্জ জেলা বাউল সমিতিকে ২০০০০ টাকা, পল্লী সংস্কৃতি পরিষদ ২০০০০ টাকা, গ্রাম ও মেছেরা হোসেনপুরের মেছেরা তরুণ সংঘকে ২০০০০ টাকার অনুদান মঞ্জুরী প্রদান করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬-০৭-২০১৭ইং/ অর্থ