muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ৮টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদান

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। 

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক কিশোরগঞ্জ জেলায় ৮টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান মঞ্জুরী প্রদান করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে চারুশিল্প, থিয়েটার ইত্যাদি খাত হতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানকগুলোকে এ অনুদান প্রদান করা হয়।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় এ অর্থ প্রদান করে। সরকার ঢাকা বিভাগে ৮৩টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯,৯৪,০০০ (উনিশ লক্ষ, চুরানব্বই হাজার) টাকা অনুদান হিসেবে মঞ্জুরী প্রদান করে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ প্রতিষ্ঠানকে ১,৮৫,০০০ (এক লাখ পচাশি হাজার) টাকা অনুদান প্রদান করা হয়। একতা নাট্য গোষ্ঠীকে ৩০০০০টাকা, চন্দ্রবতী থিয়েটার ৮১ ও মা কুটিরকে ২৫০০০টাকা, সপ্তসুর শিল্প গোষ্ঠীকে ৩০০০০ টাকা, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদকে ২০০০০ টাকা, কিশোগঞ্জ জেলা বাউল সমিতিকে ২০০০০ টাকা, পল্লী সংস্কৃতি পরিষদ ২০০০০ টাকা, গ্রাম  ও মেছেরা হোসেনপুরের মেছেরা তরুণ সংঘকে ২০০০০ টাকার অনুদান মঞ্জুরী প্রদান করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬-০৭-২০১৭ইং/ অর্থ 

Tags: