রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।
২০১৬ সালের ৭ই জুলাই ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া জঙ্গি হামলায় নিহত ঝর্ণা রাণী ভৌমিক স্মরণে প্রার্থনা ও সভা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকার সবুজবাগে ঝর্ণা রাণী ভৌমিকের স্বামীর বাড়িতে এ স্মরণ সভার আয়োজন করে নিহতের পরিবার।
এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাকিব খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মাধব গোবিন্দ দাসের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব তরফদার মো. আক্তার জামীল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভেকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দিন আহমেদ লেনিন, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, ঝর্ণা রাণী ভৌমিকের বড় ছেলে বাসুদেব ভৌমিক প্রমুখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-০৭-২০১৭ইং/ অর্থ