muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের ভৈরবে হালিমা আক্তার (৮) নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবী করার একদিন পর অপহৃত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ৬ জুলাই বৃহস্পতিবার বিকালে জেলার তাড়াইল উপজেলার কলমা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী সাইদুর রহমান ও তার স্ত্রী মিতু বেগমকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত অপহরণকারী সাইদুর রহমানের বাড়ি জেলার তাড়াইল উপজেলার মাইজপাড়া গ্রামে ও তার স্ত্রী মিতু বেগমের বাবার বাড়ি ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

পুলিশ জানায়, সাইদুর রহমান ও তার স্ত্রী মিতু বেগম দেড় বছর যাবত পৌরশহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় সেন্টু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন । বুধবার সকালে বাড়ির মালিকের শিশু কন্যা হালিমাকে কাপড় কিনে দেবার ছলে বাড়ি থেকে বের করে নিয়ে যায় তারা। পরে মোবাইলে শিশুটির বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করা হয়। অন্যথায় শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরে বুধবার রাতে শিশুটির বাবা বিষয়টি জানিয়ে ভৈরব থানায় একটি অপহরণ মামলা রুজু করলে। পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্হান শনাক্ত করে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-০৭-২০১৭ইং/ অর্থ 

Tags: