muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ স্থগিত

ডেস্ক রিপোর্ট :

বিভিন্ন পক্ষের আপত্তির মুখে নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র পরিবারের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায় তথ্য মন্ত্রণালয়।

বৈঠকে চলচ্চিত্র পরিবারের পক্ষে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, অভিনেতা আকবর পাঠান ফারুক, মিশা সওদাগর, রিয়াজ উদ্দিন আহমেদ ও জায়েদ খান উপস্থিত ছিলেন।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো হলো – দেশের চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দ্রুত যুগোপযোগী ও পূর্ণাঙ্গ করে নতুন নীতিমালা তৈরি করা, নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখা এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধানে ৫০টি এইচডি প্রজেক্টর মেশিন ক্রয় করে সিনেমা হলগুলোর প্রজেকশন কার্যক্রমে যুক্ত করা। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯জুলাই২০১৭ইং/নোমান

Tags: