muktijoddhar kantho logo l o a d i n g

লাইফ স্টাইল

পুরুষ শাষিত কর্মক্ষেত্রে নারী কর্মীদের মানসিক চাপ

office
লাইফস্টাইল ডেস্কঃ ইন্ডিয়ানা ইউনিভার্সিটি’র গবেষকরা জানান, পুরুষ শাষিত কর্মক্ষেত্রে কাজ করতে গেলে নারীদের মানসিক চাপের পরিমাণ বেড়ে যায়, যা পরে বিভিন্ন ধরনের রোগের কারণ হয়ে দাঁড়ায়।

সমাজবিজ্ঞান বিষয়ে ডক্টোরেটের শিক্ষার্থী বিয়াংকা মানাগো বলেন, “কর্মক্ষেত্রে নারীরা, ব্যক্তিগত এবং কাজ নিয়ে মানসিক চাপের সম্মুখীন হয়ে থাকেন।”

সামাজিক দিক থেকে এ ধরনের মানসিক চাপের কারণে শারীরিক স্বাস্থ্যেরও অবনতি হতে পারে।

সমাজবিজ্ঞান ও লিঙ্গ বিষয়ের সহকারী অধ্যাপক কেইট টেইলর এবং মানাগো জানান, মানসিক চাপের হরমোন কোর্টিসল, কর্মক্ষেত্রে পুরুষদের তুলনায় মেয়ের মধ্যেই বেশি পাওয়া যায়। সারাদিনে শরীরে কোর্টিসেলের পরিমাণ ওঠানামা করে।

তবে কর্মক্ষেত্রে মেয়েদের মধ্যে পুরুষদের তুলনায় ৮৫ শতাংশ বেশি এই হরমোনের উপস্থিতি লক্ষ করা যায়।

Tags: