মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
অনলাইন নিউজ পোর্টাল মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন ও এলাকাবাসীর চাপে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান মর্নিং রোজ মডেল কিন্ডার গার্ডেন এন্ড স্কুলের তালা খুলে দেন প্রতি পক্ষ। এ ঘটনায় গত মঙ্গল বার দিবাগত রাত ১০ টার দিকে এলাকায় এক বৈঠক অনুষ্ঠিত হলে বৈঠকে এলাকা বাসীর সিদ্ধান্ত মোতাবেক ওই দিন রাত ১২ টার দিকে প্রতিষ্ঠানের অংশিদার মোঃ মনিরুজ্জামান নূর লোক জন নিয়ে প্রতিষ্ঠানের তালা খুলে দেন।
উল্লেখ্য, উপজেলার পৌর সদরস্থ পূর্ব গাইলকাটাঁ পৌরসভা সংলগ্ন মর্নিং রোজ মডেল কিন্ডার গার্ডেন এন্ড স্কুল প্রতিষ্টাদের মধ্যে ভিতরগত কোন্দলের কারনে অংশিধার মোঃ মনিরুজ্জামান নূর গত ৫জুলাই বুধবার দিবাগত রাত ১০টার দিকে ওই শিক্ষা প্রতিষ্টানের সাটারে তালা লাগিয়ে ওয়াল্ডিং মেশিন দ্বারা জ্বালাই করে লক করে দেয়। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ৬ জুলাই বৃহস্পতিবার ২য় সেমিষ্টার পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষা প্রতিষ্টানে তালা ঝুলানো থাকার ফলে কেজি প্লে থেকে ৬ষ্ট শ্রেণী পর্যন্ত ১২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করতে পরেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কোন প্রকার সমাধান না হওয়ায় ৫ দিন যাবৎ পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে ছাত্র-ছাত্রী ,অভিভাবক ও শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩–জুলাই–২০১৭ইং/নোমান