muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

পেনড্রাইভে থাকবে কম্পিউটার

pendrive pcগুগল এবং আসুস যৌথভাবে পেনড্রাইভ আকৃতির কম্পিউটার তৈরি করেছে। এটিকে তারা বলছে

‘কম্পিউটার অন স্টিক’। এটি যেকোনো ডিসপ্লেতে সংযুক্ত করলেই কম্পিউটারের সব কাজই করা যাবে। এটিতে গুগলের অপারেটিং সিস্টেম ক্রোমবিট ব্যবহার করা হয়েছে।

গুগল জানিয়েছে তারা এই ক্ষুদে কম্পিউটারটি ৭ হাজার ৭৯০ টাকায় বিক্রি করবে। এ বছরের মাঝামাঝি সময়ে বাজারে পাওয়া যাবে এটি।

গুগল তাদের ক্ষুদে কম্পিউটারটি কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। কম্পিউটার স্টিকটির সঙ্গে ডিসপ্লেও থাকবে।

Tags: