সাহিত্য ও সংস্কৃতি ।।
প্রতি প্রভাতের প্রেম : শ্রাবণী দত্ত রায়
____শুরুর দিকটা ভুলই ছিলো তার।
প্রতি প্রভাতে যে শুধুই প্রভাতের সাথে প্রেম চলে মেয়েটি তাও বুঝেছিল অন্য কোন এক অজানা প্রভাতে।
প্রভাতে প্রথম প্রেম:
___অকারণে হাসা, দুনিয়ার সব কিছুই মিষ্টি লাগা, বার বার তোমাকেই দেখতে চাওয়া সেটাই কি প্রেম, নাকি ভালোবাসা?
সে বলেছিলো চোখ বুজলেও কি আমাকে দেখ?
__ নাহ। অন্ধকার দেখি। তবে সেটা প্রেম নয়, ভালোবাসাও নয়।
পরপ্রভাতে একা একা মেয়েটি ভেবেই গেলো তিনটি বছর তবে সেটা কি ছিলো, মোহ?
তার চলে যাওয়ার কারণ শুধুই মোহ?
বাহ!
প্রভাতে দ্বিতীয় প্রেম:
__এখন সে বুঝে এটা ভালোবাসা, শুধুই ভালোবাসা, প্রেম নয়। সে ওকে ভালোবেসেছিলো কিন্তু জানাতে পারে নি, তার মধ্যে নিজেকে আবিষ্কার করার কিছুসময় পর যে সেই তাকে ধোকা দিয়ে যাবে ভাবতেই পারেনি।
কাঁদেনি, হাসেও নি।
প্রভাতের পর সন্ধ্যাও নামে, বোকা মেয়ে বুঝেনি। প্রভাতে আর তৃতীয় প্রেম আসেনি।
_______তবে এসেছে। প্রতি প্রভাতে প্রভাতের প্রতি প্রেম। যে প্রেমে ধোকা নেই, রাগ নেই, অভিমান নেই, চলে যাওয়া নেই।
আছে ছোট্ট কিছু আগাছা ডালপালার মতো স্বপ্ন। যা নিয়ে সে প্রতি প্রভাতে সন্তানবতী রূপ ধারন করে।
____কিন্তু প্রভাত। সেও ক্ষণস্থায়ী।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫-০৭-২০১৭ইং/ অর্থ