muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

কিছুটা চাপে আছে শ্রীলঙ্কা!

স্পোর্টস রিপোর্ট :

কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে কিছুটা চাপে স্বাগতিক শ্রীলঙ্কা।জিম্বাবুয়ের ৩৫৬ রানের  জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৯৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে আপাতত এগিয়ে ৬৩ রানে। শ্রীলঙ্কার হাতে ৩ উইকেট। পরিস্থিতি বলছে, প্রথম ইনিংসে লিড নিতে যাচ্ছে সফরকারীরা।

৮ উইকেটে ২৮৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। শনিবার দ্বিতীয় দিনের সকালে বাকি দুই উইকেট হারিয়ে ৬৮ রান তোলে জিম্বাবুয়ে। আরভিন করেন ১৬০ রান। শ্রীলঙ্কার পক্ষে স্পিনার হেরাথ ৫ উইকেট নেন।

শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দুই দুটি রান আউট যথেষ্ঠ মূল্য দিতে হয়েছে তাদের। উপল থারাঙ্গা করেন সর্বোচ্চ ৭১। অ্যাঞ্জেলো ম্যাথুস ৫৫ রান করেন। ক্রেমার ১০০ রান দিয়ে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯৪.৪ ওভারে ৩৫৬/১০ (মাসাকাদজা ১৯, চাকাভা ১২, মুসাকান্দা ৬, আরভিন ১৬০, উইলিয়ামস ২২, রাজা ৩৬, মুর ১৯, ওয়ালার ৩৬, ক্রেমার ১৩, টিরিপানো ২৭, পোফু ০*; লাকমল ০/৫৮, কুমারা ২/৬৮, হেরাথ ১১৬/৫, পেরেরা ১/৮৬, গুনারত্নে ২/২৮)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৯৩/৭ (করুনারত্নে ২৫, থারাঙ্গা ৭১, মেন্ডিস ১১, চান্দিমাল ৫৫, ম্যাথিউস ৪১, ডিকভেলা ৬, পেরেরা ৩৩, গুনারত্নে ২৪*, হেরাথ ৫*; পোফু ০/৩৭, টিরিপানো ১/৩৮, রাজা ০/৬০, ক্রিমার ৩/১০০, ওয়ালার ০/২, উইলিয়ামস ১/৩৪)

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫জুলাই২০১৭ইং/নোমান

Tags: