muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ত্রাণের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ আছে : ত্রাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

‘প্রধানমন্ত্রী আপনাদের দুঃখ-দুর্দশা দেখার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে এসেছি, আপনারদের পরিস্থিতি দেখেছি। ত্রাণের কোন সমস্যা নেই। যতদিন বন্যা থাকবে ততদিন ত্রাণ পাবেন। ত্রাণের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ আছে।’

শনিবার বিকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল চৌধুরী মায়া এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহদহ এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল চৌধুরী মায়া।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াদ আহমেদ, আব্দুল মান্নান এমপি,  জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলাম সিদ্দিকী, পুলিশ সুপার আসাদুজ্জামান।

মন্ত্রী বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে দুই কেজি করে চাল বিতরণ করেন। সেই সাথে প্রতিশ্রুতি দেন নগদ ১৫ লাখ টাকা, ৫০০ বান্ডিল ঢেউটিন এবং আরো  ১০০ মে.টন চাল বরাদ্দের।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫জুলাই২০১৭ইং/নোমান

Tags: