মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে যাত্রীবাহী বাসে উঠতে বাধা দেয়ায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ১৭ জুলাই সোমবার সকালে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের মধ্যপাড়া এলাকায় তারা অবরোধ করে।এতে মহাসড়কের চার কিলোমিটার ব্যাপী যানজট সৃষ্টি হয়। পরে তাদের সড়ক থেকে তুলে দিতে পুলিশ লাঠি চার্জ করলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
স্হানীয় সূত্র জানায়, সোমবার সকালে শিক্ষার্থীরা স্কুল – কলেজে যাওয়ার জন্য উপজেলার বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডে ভিড় জমায়। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করলেও তাদেরকে কোন বাসে উঠতে দেয়নি পরিবহন কর্মীরা। এক পর্যায়ে সকাল ৯টায় শিক্ষার্থীরা রাস্তায় অবস্হান নেয়। অবরোধের খবর পেয়ে কটিয়াদী থানার পুলিশ ঘটনাস্হলে গিয়ে রাস্তায় অবস্হান নেয়া শিক্ষার্থীদের উপর চড়াও হয়।
এ সময় কয়েকজন ছাত্রকে লাঞ্ছিত করা হয়েছে বলেও শিক্ষাথীরা অভিযোগ করেন। পরে শিক্ষার্থীরাও পুলিশকে ধাওয়া করে।
তবে কটিয়াদী থানার উপ-পরিদর্শক আবুল কালাম ছাত্রদের উপর পুলিশি হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-০৭-২০১৭ইং/ অর্থ