সাহিত্য ও সংস্কৃতি ।।
পরপারের সন্নিকটে : মাহমুদুল হাসান
=============================
মৃত্যু অনেকটা কাছে চলে এসেছে…..
জীবনের স্বপ্ন দেখাটা ও মৃত্যু কেন্দ্রীয়শহর ঘুরা ফেরা করছে…..!!
তবুও সকালের সূর্যটা যখন নরম ঘাসের শিশিরে দর্পণ দিচ্ছে…
তখন মনে হচ্ছে প্রতিটা ভোর যদি এমন সুন্দর হয়….
তাহলে আমার নিকটবর্তী নিশ্চিত মৃত্যুটাকে আমার বরন করে নেওয়াটা উচিত হবে না….. ।।
তবে ইচ্ছা করলে ও মানুষ ভাগ্যের বিরুদ্ধে লড়াই করে জয় লাভ করতে পারে না…!!
কিছু কিছু মৃতপ্রায় গাছগুলো যখন সবুজ কুড়ি দেয়;
আমারা ভাবি হয়তো গাছটা বেচে উঠবে…!!
কিন্তু আসলে কি তাই—-?
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৯-০৭-২০১৭ইং/ অর্থ
                    Tags:
                        
                    
                    
                 
            
            
                