আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের রেলক্রসিং সংলগ্ন এডুকেশন কেয়ার প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের দ্বিতল ভবনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো.নুরুল ইসলাম বিএসসি। প্রধান অতিথি ছিলেন মহিনন্দের কৃতি সন্তান সাবেক সিভিল সার্জন ডা.মো.রমজান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা ও জালালাবাদ গ্যাসের জিএম সঞ্জিত কুমার নাহা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাজী মো.ইসরাইল এমএ। আমন্ত্রিত অতিথি ছিলেন মহিনন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন ভুইয়া, সাবেক প্রধান শিক্ষক মো.ফজলুর রহমান, সমাজসেবক শাহেদ মিয়া, বীরমুক্তিযোদ্ধা আ.জব্বার, ব্যাংকার মো.আব্দুল কাদির, সমাজসেবক জালাল উদ্দিন, সমাজ কর্মী খোকন মিয়া, খোকন চন্দ্র ধর প্রমুখ। মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদীর পরিচালনায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তার,রুনা আক্তার,শামীমা আক্তার,রুকসানা আক্তার,রিতু আক্তারসহ কয়েক শতাধিক অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য লোকজন।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রধান করেন অতিথিবৃন্দ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৯–জুলাই–২০১৭ইং/নোমান