muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

”অন্ধকারাচ্ছন্ন ঘর আমার” (দ্বিতীয় খন্ডচিত্র) : মন্তোষ চক্রবর্তী

সাহিত্য ও সংস্কৃতি ।। 

প্রথম খন্ডের শেষাংশে লেখা ছিল, তোমাকে কাছে পেতে চাই কৃষ্ণচুড়ার আবির মাখা রঙে………………

আসলে কে না চায় তার প্রিয় মানুষটিকে নানা রং মাখিয়ে কাছে রাখতে?

রাত যতই গভীর হয়, ততই কষ্টের তীব্রতা বেড়ে যায়। জীবন মানে কি, আমার কাছে বরাবরই অধরাই থেকে গেল?

জীবনে অনেক সময় পেরিয়ে গেলেও এখনো খুজেঁ ফিরে যায়?

আমি এক মৃত গাছের সংকোচিত, ঝড়া পাতা ও ঝরা ফুল, যেসব ফুলদানিতে বেমানান। আজকাল দিনের খাবার রাতের ঘুম সব কিছুই কেমন জানি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে?

কেউ কি পারবে সব কিছুই আবার নতুন করে সাজিয়ে দিতে?

যেমন ঝরা পাতা গুলো সতেচ রাখা, ঝরা ফুল গুলো কে যত্ন করে আবার ফুলদানিতে রাখা ইত্যাদি ইত্যাদি। যদিও এখন আর এইসব সম্ভব নয়, জানি তবুও কেন জানি সেই মধুর মধুর স্বপ্ন দেখতে ভালো লাগে।

মাঝে মাঝে প্রশ্ন জাগে, জীবন মানে কি?

পাওয়া না পাওয়ার সমীকরণ, নাকি জীবন মানে গুটি কয়েক হৃদয়ের বোবা কান্না?

যদিও এই প্রশ্ন গুলো সুদৃঢ় উওর পাওয়া অত্যন্ত কঠিন। তবুও জীবনের মানে খুজাঁর চেষ্টা করি। আসলে জীবনে কেউ নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসতে জানে না?

আজও কেউ বুঝতে শিখে নেই আমার মত করে। হয়তো সুখের স্বর্গ বাধঁতে কেউ আসবে না, আর যদি কেন আসে তাহলে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেব?

যদিও কেউ আসবে না এই জীবনে। তবুও আশায় বেধেঁ রাখি, তারি নামে এখনো প্রদ্বীপ জ্বেলে রাখি তোমারি আশায়?

 

চলবে…

— মন্তোষ চক্রবর্তী (লেখক ও সাংবাদিক)

Tags: