muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

শোলাকিয়া হামলায় নিহত ঝর্ণা ভৌমিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিনে জঙ্গি হামলায় ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত ঝর্ণা রানী ভৌমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি নিহত ঝর্ণা রানী ভৌমিকের বড় ছেলে বাসুদেব ভৌমিকের হাতে চাকরি নামের সোনার হরিণ তুলে দিয়েছেন।

গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের স্বামী ও দুই সন্তান

৩০ জুলাই (আজ) রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে বাসুদেবের হাতে এনআরবি গ্লোবাল ব্যাংকের সহকারী অফিসার পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। বাবা গৌরাঙ্গ ভৌমিক ও ছোট ভাই শুভ দেব ভৌমিককে সঙ্গে নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন বাসুদেব।

কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্হিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ঈদুল ফিতরের দিনে শোলাকিয়ায় অনুষ্ঠেয় উপমহাদেশের সর্ববৃহত্‍ ঈদ জামাতের পাশে চর শোলাকিয়া মুফতি মুহাম্মদ আলী জামে মসজিদের সামনে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য ছাড়াও ওই এলাকার গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক নিহত হন।

নিহত গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের লাশ
ঝর্ণার স্বামী গৌরাঙ্গ ভৌমিক একটি বিড়ি ফ্যাক্টরিতে স্বল্প বেতনে চাকরি করেন। আর তাদের বড় ছেলে বাসুদেব তেজগাঁও মহিলা কলেজে হিসাবরক্ষণ বিষয়ে চাকরি করে আসছিলেন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩০-জুলাই২০১৭ইং/নোমান

Tags: