মোঃ ছিদ্দিক মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই দিন ব্যাপী বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন কার্যত্রম অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ার এবংজাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ওহাসপাতালের উদ্যোগে কটিয়াদী সরকারী কলেজে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।গতকাল ছিল ১ম দিন এবং আজ সোমবার কার্যক্রমের ২য় দিন চলছে। কর্মসূচীতে কটিয়াদী হাসপাতালে ৩৫০ জন রোগীর ছানি অপরেশন ও চশমার ল্যান্স সংযোজন করা হয়েছে।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বিশিষ্ট অাই স্পেশালিষ্ট প্রফেসর ডাঃদীন মোহাম্মদ নূরুল হক, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন এমপি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর গোলাম মোস্তফা, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃমোঃ হাবিবুর রহমান,ডিসিএস ডাঃ মোঃমজিবুর রহমান, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ আ ন ম নওশাদ খান,জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ অাব্দুল ওয়াহাব বাদল, মহামান্য রাষ্টপতির সুযোগ্য সন্তান রাসেল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন ও কটিয়াদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সবিতা রানী দেবী প্রমুখ।
প্রফেসর ডাঃদীন মোহাম্মদ নূরুল হক বলেন,এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে আমরা দীর্ঘদিন ধরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন করেছি।দুই দিনে সাড়ে তিনশ রোগীর চোখের টিকিৎসা দিয়েছি।তাদেরকে প্রয়োজন অনুসারে বিনামূল্যে চশমার ল্যান্স দেওয়া হচ্চে।ঢাকা বিশেষজ্ঞসহ ৫০ জন ডাক্তার এলাকায় গিয়ে রোগী বাছাই,চিকিৎসা,ঔষধ দেয়া ছাড়াও অপারেশন কার্যক্রমে অংশ নেওয়া হচ্চে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩১-০৭-২০১৭ইং/ অর্থ