muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

স্বার্থপর ঘুম : তানজীমুল তারিফ

সাহিত্য ও সংস্কৃতি ।। 

 

স্বার্থপর ঘুম : তানজীমুল তারিফ

=========================

সেই মাতৃজরায়ু থেকেই তো ঘুমাচ্ছি,
তবু কেন প্রতি-রাতে ঘুমাবার আগে
বারবার মনে হয়,
আমি ঘুমাতে পারি না।।

কিভাবে ঘুমাতে হয়
সে শিক্ষা আমি আজও পাইনি।।
বোধ হয় আমার জন্মের প্রথম শিক্ষাটাই আমি ঘুম থেকে শিখেছি,
তা আজ অভ্যাসবশত ভুলতে বসেছি??

তবু রোজ রাতে আমি
ঘরকে ঘন-অন্ধকার করে
প্রশান্তির ঘুম ঘুমাতে চাই!!

শুনেছি ঘুম নাকি মৃত্যুরই এক পর্যায়?
তবে কি আমি নিজের মৃত্যু কামনা করছি
বেচেঁ থাকবার জন্য?

হয়তো মৃত্যু কামনার চেয়ে কঠিন চাওয়া কি আর একটি হতে পারে?

কেন ঘুমাতে পারি না আমি!!
একি বয়সের দোষ নাকি দুশ্চিন্তা নামক কীট,
আমার মস্তিষ্কটাকে কুরেকুরে খাচ্ছে
আমার হৃদতন্ত্রকে দূর্বল করে দিচ্ছে,
ফুসফুসে পচন কালো-কুচকুচে হয়ে গেছে
মাথায় সৃতি ধরে রাখার ক্ষমতা হারাচ্ছি,
দৃষ্টি আবছা হচ্ছে!!

আমি আর জাগতে চাই না, আমাকে কেউ প্রশান্তির ঘুম এনে দেও

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-০৮-২০১৭ইং/ অর্থ 

Tags: