শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।।
গতকাল ২ আগষ্ট ২০১৭ তারিখ বুধবার বেলা ১:৩০টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ভেজ ২ প্রজেক্টের আওতায় ৮ জন নির্বাচিত চাষীর মাঝে ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর উপকরণ বিতরন করা হয়েছে।
ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর উপকরণ বিতরন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ সচিব তরফদার মোঃ আক্তার জামীল।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, বিআরটিএর উপপরিচালক শফিকুল ইসলাম ভূইয়া, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, যশোদল (ইউপি) চেয়ারম্যান ইমতিয়াজ উদ্দিন রাজন সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষক পর্যায়ের লোকজন।
এছাড়া আরো ২ জন কৃষকের মাঝে মাল্টা বাগান স্থাপনের জন্য সার ও চারা ( বারি মাল্টা-১) বিতরণ করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৩-০৮-২০১৭ইং/ অর্থ