ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
আগামী ৫ আগস্ট-১৭ উক্ত ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-আগস্ট–২০১৭ইং/নোমান