muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

অনন্যা সুপার বাসের ধাক্কায় মধ্যরাতে ‘মুক্তিযোদ্ধার কন্ঠ’ কার্যালয়ের গ্যাস রাইজার ভেঙ্গে বিকট শব্দে গ্যাস নির্গত

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট ।। 

অদ্য রাত ১২ টা ২৫ মিনিটে জাতীয় অনলাইন সংবাদপত্র “মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম” এর প্রধান কার্যালয়, গাইটাল (পয়েন্ট অফ ময়মনসিংহ রোড এন্ড জেমিনি রোড), কিশোরগঞ্জ এর সামনে অবস্থিত তিতাস ‘গ্যাস রাইজার’টি কিশোরগঞ্জ অন্তঃজেলা বাস টার্মিনাল থেকে আগত ‘অনন্যা সুপার’ নামক বাস মোর ঘুরিয়ে ইউ টার্ন নেওয়ার সময় পিছন দিয়ে ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলে।

ফলে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে এবং সম্পাদক সহ আশেপাশের মানুষের ঘুম ভেঙ্গে আতংকিত হয়ে রাস্তায় বেরিয়ে চিৎকার করতে থাকে।

এমতাবস্থায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মুঠোফোনে যোগাযোগ করলে পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে সহায়তা করে। পরবর্তীতে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করলে সংস্লিষ্ট গ্যাস কতৃপক্ষকে অবগত করার আশ্বাস প্রদান করে।

এর কিছুক্ষন পরই কিশোরগঞ্জ মডেল থানার ওসি মুঠোফোনে সম্পাদক’কে জানান, তাৎক্ষণিক গ্যাস অফিসে পুলিশ প্রেরণ করা হলে সেখানে কোন লোক না দেখতে পেয়ে পুলিস সদস্যারা দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে দেখতে পায় একজন নিরাপত্তা প্রহরি ছাড়া আর কেউ নেই।

উল্লেখ্য, এলাকাবাসীর সহায়তায় কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাস বিকট শব্দে অনবরত বের হচ্ছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-০৮-২০১৭ইং/ অর্থ  

Tags: