সাহিত্য ও সংস্কৃতি ।।
অসমাপ্ত স্মৃতি : মাহমুদুল হাসান
=========================
রাত ১১.৪৩ মি: আজ অনেক দিন পর ছাদে আসলাম…
নীল আকাশে চাদানী দেখবো বলে..!!
গত ১৬ই ফেব্রুয়ারির বিকাল বেলা নীরার সাথে শেষ কথা হয় এই ছাদে..!!
তার পর থেকে আমার আর ছাদে ওটা হয়নি..!!
আজ ওঠেছি তার সাথে তোমাকে অনেক মিস করছি..!!
চার দিক কেমন নি: স্তব্ধ..
আকাশ জুরে কালো মেঘ..
যেমনটা আমার মনের আকাশ জুরে রয়েছে..!!
বার বার মনে হচ্ছে তোমার সে ধমক..!
কথার মাঝে আমার ফোনটা অফ হয়ে যেতো…
আমি তারাতারি করে অন করে বলতাম-
নীরা ফোনটা এখনি আবার বন্ধ হয়ে যাবে..
কাল সকালে ফোন দিবো কেমন..?
আমার কথা শেষ না হতেই তুমি তীব্র রেগে আমায় বলতে…
সামনে পেলে তোমাকে আর তোমার ফোনটাকে আছার দিতাম…!!
আমি শুধু একটু শান্তনার হসি দিয়ে বলতাম –ওকে গুড নাইট..!!
আশ্চর্য বিষয় এখনও ফোনটা “বেটারী লো” সিগনাল টা দিচ্ছে
কিন্তু রাগ করে ওপাশ থেকে আর বকা বকি করে না..!!
যাই হোক আমি এখনও তোমার কথা মেনে রোজ সকালে দু গ্লাস পানি খাই..
যদিও প্রথম দিকে এক গ্লাস ও খেতে পারতাম না.!
এখন অভ্যাস হয়ে গেছ..!
তোমার স্মৃতিগুলো আজ এলো মেলো ভাবে আমাকে বিরোহের তৃপ্তি দিচ্ছে…!!
চারদিক এতো তারাতারি ঘন অন্ধকার হয়ে আসছে….
মনে হচ্ছে এখন প্রবল বেগে বৃষ্টি ঝরবে
আকাশের ছাউনি বয়ে মনের আঙ্গিনা হয়ে চোখের কিনারা দিয়ে….
ভিজে যাবে রাজপথ আর একলা আমি…!!!!!
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৩-০৮-২০১৭ইং/ অর্থ