মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ জেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত ৪৪তম গ্রীষ্মকালীন ফুটবল (বালিকা) প্রতিযোগিতা- ২০১৫ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। উক্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান। শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় টাইব্রেকারে (৪-৩) আরজত আতরজান উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। প্রেস বিজ্ঞপ্তি